পাহাড়ি জনপদের ব্যাপক উন্নয়ন হয়েছে
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

পাহাড়ি জনপদের ব্যাপক উন্নয়ন হয়েছে

Other

পার্বত্যাঞ্চলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকায় পাহাড়ি জনপদের ব্যাপক পরির্বতন হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম।

তিনি বলেন, বাংলাদেশ আগের জায়গায় নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় দেশে এখন বহুগুণ উন্নত। সরকারের উন্নয়নের ধারা দেশের আনাচে কানাচে পৌঁছে গেছে।

পিছিয়ে নেই পার্বত্যাঞ্চলও।

পাহাড়ি জনগোষ্ঠীর ঘরে ঘরে আধুনিকতার ছোয়া। তিনি এ ধারাবাহিকতা ধরে রাখতে দূর্গম এলাকার মানুষের কল্যাণে পরিষদের হস্তান্তরিত বিভাগগুলোকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহবান জানান।

শুক্রবার সকালে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে পরিষদের সদস্য ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম এ কথা বলেন।

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে এতে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য অংসুছাইন চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া, সবির কুমার চাকমা, ইলিপন চাকমা, বিপুল ত্রিপুরা, ঝর্না খীসা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম আরও বলেন, পার্বত্য এলাকার উন্নয়নে এ অঞ্চলের চাহিদার সাথে মিল রেখে প্রকল্প উপর জোর দিয়েছেন সরকার। পার্বত্য জেলা পরিষদগুলো এলাকার উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

তিনি বলেন, জেলা পরিষদের মাধ্যমে সরকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। পাহাড়ের জনগোষ্ঠীদের সুবিধাতে সরকার খুবই আন্তরিক। সরকারের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে শান্তি সম্প্রীতি বজায় রেখে কাজ করার আহবান জানান তিনি। পরে রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুলের নির্মাণাধীন ব্রীজের কাজের পরিদর্শন করেন।

আরও পড়ুন:


সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত


news24bd.tv তৌহিদ