আফগানিস্তানে বেড়েছে নারীদের বোরখা বিক্রি

Other

আফগানিস্তান তালেবানদের নিয়ন্ত্রণ আসার পর নারীদের বোরখা বিক্রি অনেক বেড়ে গেছে। বিভিন্ন বাজারে এবং পোশাক নির্মাতাদের দোকানের নারীদের ভীড় লক্ষ্য করা গেছে। ইসলামিক এমিরেট ক্ষমতায় আসার পর নারীদের পর্দাপ্রথার উপর জোর দিয়েছে তালেবানরা।

তালেবান গোষ্ঠী ইসলামি শরিয়া আইনের কট্টর সমর্থক হওয়ায় নারীদের পর্দাপ্রথার প্রতি তাদের নির্দেশনাও কঠোর।

আর এ কারণে আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর বেড়ে গেছে বোরকা বিক্রি।

বাজার গুলোয় রকমারী বোরকার পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। টেইলরের দোকানেও বেশ ভীড়।

আগের সরকারের আমলে বোরকার খুব বেশি বিক্রি ছিলো না।

কিন্তু তালেবানরা ক্ষমতায় আসার পর আমাদের এখানে বোরকা বিক্রি ৩০ শতাংশ বেড়ে গেছে।

নারীদের অনেকে বাধ্য হয়েই বোরকা কিনছেন।

আমি আগে হিজাব পড়তাম। এছাড়া বিভিন্ন পোষাকের সঙ্গে মিল রেখে মাথায় কাপড় দিতাম। কিন্তু তালেবানরা জানিয়েছে, ইসলামি আইনে নারীদের পর্দা প্রথা বাধ্যতামূলক। তাই এখন বোরকা পড়ছি।  

বাজারের পাশাপাশি অনলাইনেও বিক্রি হচ্ছে বোরকা। ফেসবুক পেইজের মাধ্যমে আমাদের ওয়েবসাইট এখন বেশ জনপ্রিয়। তালেবানরা কাবুল দখলের দ্বিতীয় দিন থেকেই অনলাইনে আমাদের বোরকা বিক্রি বেড়ে গেছে। নারীরা খুব বেশি বের হচ্ছে না। আমরাই বাসায় পৌছে দিচ্ছি ডেলিভারি।

আরও পড়ুন


মাওলানা মামুনুল হককে খুলনা কারাগারে স্থানান্তর

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোগান্তি থাকবে না: ওবায়দুল কাদের

শুধু আলোচনার জন্য আলোচনায় বসবে না ইরান

পরকীয়া, তৃতীয় বিয়ে ও সাবেক স্ত্রীকে নিয়ে যা বললেন অপূর্ব


মাথা থেকে পা পযন্ত পুরো শরীর ঢাকা, শুধু চোখের কাছে জালের মতো রাখা হচ্ছে দেখার জন্য, এমন বিশেষ ধরনের বোরকা কিনছেন নারীরা। তালেবান শাসনে পর্দাপ্রথা না মানলে কঠোর শাস্তির ভয়ে এখন এই পোশাকের বাজারে কাটতি বেড়েছে।

news24bd.tv/আলী