মা-বাবার অবাধ্যতার ক্ষতি

অনলাইন ডেস্ক

জিবরিল আলাইহিস সালাম বললেন, ধ্বংসহোক সেই ব্যক্তি! যে তার মা-বাবা উভয়কে অথবা উভয়ের একজনকে বৃদ্ধাবস্থায় পেল অথচ সে জান্নাত লাভ করতে পারল না। হোক। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন- ‘আমিন’। অর্থাৎ আল্লাহ কবুল করুন।

’ (মিশকাত) কত মারাত্মক কথা। এ হাদিস থেকে অনুমান করা যায় যে, মা-বাবার সঙ্গে অবাধ্য আচরণ করলে কেন কবিরা গোনাহ হবে।

মা-বাবার অবাধ্য হওয়া আল্লাহর নির্দেশের পরিপন্থী। কেননা আল্লাহ তাআলা মা-বাবার সঙ্গে সুসম্পর্ক ও ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছেন।

এ নির্দেশ পালন করা প্রত্যেক সন্তানের জন্য ফরজ। ​মা-বাবার অবাধ্য হলে ইহকাল ও পরকালে বহু ক্ষতি হয়।

বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন:

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক