গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ শুরু আগামী মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজ আগামী মঙ্গলবার ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। রোববার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অংশ নিয়ে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৭ থেকে ১২ আগস্ট যে ক্যাম্পেইন হয়েছিল, সেই ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি আগামী ৭ সেপ্টেম্বর শুরু হবে।

আরও পড়ুন:


সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ দালাল আটক

আত্মঘাতী হামলায় ৪ পাক সীমান্তরক্ষী নিহতকে ‘বিদেশি মদদ’ বলছে ইমরান

পাহাড়ি ঝর্ণা সংরক্ষণ করা হবে: ট্যুরিজম বোর্ডের প্রধান

পাহাড়ি ঝর্ণা সংরক্ষণ করা হবে: ট্যুরিজম বোর্ডের প্রধান


একইভাবে, একই কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।

যারা ক্যাম্পেইনের সময় যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্রে এসে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করবেন।

news24bd.tv তৌহিদ