সাতক্ষীরায় বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষ, আহত ১০

সাতক্ষীরায় বাস-ট্রাক মুখোমুখী সংঘর্ষ, আহত ১০

Other

সাতক্ষীরা খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটায় বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের ৬ জনকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  

আজ রোববার দুপুর ১২টায় পাটকেলঘাটা পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। বাসটি খুলনা অভিমুখে যাচ্ছিল।

বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই পুরো সড়কে দুই পাশে বিপলু সংখ্যক গাড়ি আটকা পড়ে। খুলনা থেকে সাতক্ষীরার দিকে আসা কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক সহ তার গাড়িবহর এই জটে আটকে যায়। পরে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সহায়তায় যানবাহন চলাচল শুরু করে।
 

দুর্ঘটনায় আহত ৬ জনের নাম পাওয়া গেছে। এরা হলেন নির্মল বিশ্বাস (৪৫), মজিদ গাজী (২৮), লুৎফর রহমান, দীপ্ত সাহা (২৬), রেজাউল গাজী (৫৫), জাহাঙ্গীর (৩৫)।  

আরও পড়ুন:


দুর্ভোগের শেষ নেই বাসাবো কদমতলার বাসিন্দাদের

ফ্লাইওভার থেকে বাইক নিয়ে ৪০ ফুট নীচে পড়ে যুবকের মৃত্যু

একসঙ্গে টিকা নিলেন যশ-নুসরাত

কারবালায় বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ আহত তিনজন


পাটকেলঘাটা থানার ওসি  নাজমুল হাসান জানান, এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।  

news24bd.tv নাজিম