বগুড়ায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন চাষ

Other

চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান চাষ হয়েছে বগুড়া জেলায়। তাই ক্ষেতে রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা।   

প্রতি বছরের মতো এবারো ভালো দামের প্রত্যাশায় তারা। আর প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারও জেলায় আমনের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ।

বগুড়ার মাঠে মাঠে এখন সবুজের সমারোহ। জেলার অধিকাংশ এলাকায় ধান রোপণ প্রায় শেষ পর্যায়ে। রোপা আমন ধান গাছগুলো এখন বেড়ে উঠতে শুরু করেছে। ক্ষেত পরিচর্যার কাজে এখন ব্যস্ত চাষিরা।

গেল বছরের চেয়ে এবছর ফলন আরো ভাল হবে এমন প্রত্যাশা তাদের।

নামমাত্র সেচ খরচ আর পরিচর্যায় নভেম্বর থেকে ডিসেম্বরে ধান কাটা শেষে কৃষকের ঘরে ওঠে সোনালি ফসল। জেলায় চলতি মৌসুমে ১ লাখ ৮০ হাজার ৮৪০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আরও পড়ুন:


বন্দর কর্মচারীর মালিকানায় শত কোটি টাকার সম্পদ

আলোর পথে ফিরেছে দেশের শিক্ষা ব্যবস্থা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি

৩ হাজার কনস্টেবল নিচ্ছে বাংলাদেশ পুলিশ


জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ পর্যন্ত ধান রোপণ করেন চাষিরা। যেখানে ৮ থেকে ১০ হাজার টাকা খরচে বিঘা প্রতি প্রায় ১৫ থেকে ২০ মন ধান পাওয়া যায়। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি বছরে জেলার রোপা আমন ধান চাষে প্রায় ৫ লাখ মেট্রিকটন চাল উৎপাদন হবে।

news24bd.tv নাজিম