যাবজ্জীবন কারাবন্দিরা প্রেম করতে পারবে না
ডেনমার্কের বিচার বিষয়ক মন্ত্রী

যাবজ্জীবন কারাবন্দিরা প্রেম করতে পারবে না

অনলাইন ডেস্ক

যেসব বন্দিরা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারা আর নতুন করে কোন প্রেমের সম্পর্কে জড়াতে পারবেনা। প্রেমের সম্পর্ক গড়ে তরুণীদের সহানুভূতি নিয়ে গুরুতর অপরাধ সংঘটন এড়াতেই নাকি এমন আইন করা হয়েছে বলে জানিয়েছেন ডেনমার্কের বিচার বিষয়ক মন্ত্রী নিক হেককারুপ।

এক বিবৃতিতে তিনি বলেন, কারাবন্দিদের এ ধরনের সম্পর্ক অবশ্যই বন্ধ করা দরকার। আমাদের কারাগারগুলোকে অপরাধীরা ডেটিং সেন্টার হিসেবে ব্যবহার করতে পারে না।

সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই আইনটির প্রয়োগ ঘটবে দেশটিতে।

যাবজ্জীবন কারাবন্দীদের ওপর সরকারের এমন কঠোর হবার পেছনে অনুঘটক ছিল সম্প্রতি ঘটে যাওয়া এক যাবজ্জীবনধারী দুর্ধর্ষ কারাবন্দীর প্রেমের ঘটনা।

কিছুদিন আগে ১৭ বছর বয়সী ডেনমার্কের কিশোরী ক্যামিলা কারস্টাইন পিটার ম্যাডসন নামের একজন হত্যাকারীর প্রেমে পড়েছিলেন যে কিনা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একজন আসামী। কিম ওয়ালক নামে এক সাংবাদিকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে সাগরে ফেলে দিয়েছিল।

আদালতে অভিযোগ প্রমাণ হওয়ায় ২০১৮ সালে মিলে ওই যাবজ্জীবন সাজা। আর তার প্রেমেই পড়ে যায় তরুণী ক্যামিলা।

ক্যামিলা বলেছেন, তিনি দুই বছর ধরে চিঠি বিনিময় ও ফোনে কথা বলার পর ম্যাডসেনের প্রেমে পড়েন।

আরও পড়ুন


আশ্রয়ণ প্রকল্প: এটা তো দুর্নীতির জন্য হয়নি, এটা কারা করলো?

আগের স্ত্রীকে তালাক না দিয়েই মাহিকে বিয়ে করেছে রাকিব

আমরা কখনো জানতামও না যে এই সম্পদ আমাদেরই ছিলো

নাশকতার মামলায় নওগাঁর পৌর মেয়র সনিসহ বিএনপির ৩ নেতা কারাগারে


 

সব ঠিকই ছিল। বিপত্তি ঘটে কারাবন্দি অবস্থায় ম্যাডসন গত বছর জেনিন কার্পেন নামে একজন রুশ নারীকে বিয়ে করলে। পরে ঘটনাটি জানতে পেরে স্বর উঁচু করেন ক্যামিলা। আর এতেই নড়েচড়ে বসে ডেনামার্ক প্রশাসন। তড়িৎ উদ্যোগ নেয় কারাবন্দিদের এ ধরনের সম্পর্ক বন্ধ করতে।

ডেনামার্ক সরকার  বলছে, নতুন এ আইনের ফলে কারাবন্দিদের অপরাধ বন্ধ হবে।

news24bd.tv/আলী