ভুলভাবে ভোট তারপরও বৈধ

ভুলভাবে ভোট তারপরও বৈধ

অনলাইন ডেস্ক

নির্বাচনে ভোট দিতে গিয়ে ভুলভাবে ব্যালট ভাঁজ করলেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) চ্যান্সেলর প্রার্থী আরমিন লাশেট। তিনি ব্যালটটি এমনভাবে ভাঁজ করে বাক্সে ফেলেছেন যে, সকলে দেখতে পেয়েছেন তিনি কাকে ভোট দিয়েছেন। তবে এর জন্য তার কোনো ক্ষতি হচ্ছে না।  

নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, তার ভোট বৈধ।

কিন্তু তার এই ভুলের ছবি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভুল নিয়ে আলোচনা হচ্ছে। তিনিও পড়েছেন বিড়ম্বনার মধ্যে।

চ্যান্সেলর প্রার্থী লাশেট যে নিজের দলের প্রার্থীকে ভোট দেবেন, এটাই স্বাভাবিক।

কিন্তু সংসদীয় গণতন্ত্রে ভোটদান হয় গোপন ব্যালটের মাধ্যমে। জার্মানির রীতিও তাই। কিন্তু লাশেটের এই ভুলে তা আর গোপন থাকেনি।

এদিকে, জার্মানিতে রক্ষণশীলদের নেতৃত্বাধীন ১৬ বছরের আঙ্গেলা ম্যার্কেল জামানার অবসান ঘটতে যাচ্ছে। রোববার অনুষ্ঠিত নির্বাচনের সাময়িক ফলাফলে এগিয়ে রয়েছে সামাজিক গণতন্ত্রী দল এসপিডি। আর সামান্য ব্যবধানে পিছিয়ে পড়েছে বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন।

আরও পড়ুন:


ছেলের জন্মদিনে শাকিব খানের আবেগঘন স্ট্যাটাস

দেশের ইতিহাসে সবচেয়ে দুঃসময় যাচ্ছে: ফখরুল

অনিবন্ধিত সুদের ব্যবসা বন্ধের নির্দেশ

জার্মানিতে মেরকেলের দলকে হারিয়ে মধ্য বামপন্থী দলের বিজয়


সাময়িক ফলে দেখা গেছে, সামাজিক গণতন্ত্রী দল এসপিডি বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ দলের চেয়ে ১ দশমিক ২ শতাংশ ভোটে এগিয়ে আছে। এসপিডি  পেয়েছে ২৫ দশমিক ৭ শতাংশ, সিডিইউ  ২৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে।

news24bd.tv নাজিম