ইভ্যালির সিইও ও চেয়ারম্যানকে মুক্তি দিয়ে ব্যবসা পরিচালনার দাবিতে বরিশালে বিক্ষোভ

ইভ্যালির সিইও ও চেয়ারম্যানকে মুক্তি দিয়ে ব্যবসা পরিচালনার দাবিতে বরিশালে বিক্ষোভ

Other

ইভ্যালির সিইও এবং চেয়ারম্যানকে মুক্তি দিয়ে তাদের নজরদারীতে রেখে ব্যবসা পরিচালনা সহ ৭ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ই-কমার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন।  

আজ শুক্রবার সকাল ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশ চলাকালে বক্তারা ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের মুক্তি দিয়ে তাদের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে গ্রাহকদের টাকা অথবা পণ্য সরবরাহের দাবি জানান। এ সময় সিইও এবং চেয়ারম্যানকে নজরদারীতে রাখতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

 

আরও পড়ুন


দুই বান্ধবীকে ধর্ষণের পর হত্যা, দুই আসামির ফাঁসি সোমবার

প্রবাসীর সঙ্গে ইমোতে প্রেমের সম্পর্ক, দেশে ফিরেই ধর্ষণ!

নিজের শারীরিক জটিলতা নিয়ে মুখ খুললেন তামান্না

প্রযুক্তির ছোঁয়ায় ঘটকালি, পেশা হিসেবে নিচ্ছেন অনেকেই


এ সময় বক্তারা ৭ দফা দাবি উত্থাপন করেন।

এর মধ্যে রয়েছে : ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তি, রাসেলকে নজরদারিতে রেখে ব্যবসা করার সুযোগ, এসক্রো সিস্টেম চালু হওয়ার পূর্বে অর্ডারকৃত পণ্য ডেলিভারী দিতে কমপক্ষে ৬ মাস সময় দেয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ইক্যাব, পেমেন্ট গেটওয়ে মার্চেন্ট এবং ভোক্তা প্রতিনিধিদের সমন্বয় কমিটি গঠন, করোনাকালীন সময়ে বিভিন্ন খাতের মতো ই-কমার্স প্লাটফর্মগুলোকে প্রনোদনা দেয়া, ই-কমার্স প্লাটফর্মগুলোকে বাণিজ্য মন্ত্র্রনালয় থেকে লাইসেন্স দেয়া এবং ই-কমার্স সরকারিভাবে সুরক্ষা দেয়া।  

news24bd.tv/ কামরুল