যশোরে দুদল মাদক ব্যবসায়ীর ‘গোলাগুলিতে’ নিহত ২

প্রতীকী ছবি

যশোরে দুদল মাদক ব্যবসায়ীর ‘গোলাগুলিতে’ নিহত ২

যশোর প্রতিনিধি

যশোরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘গোলাগুলিতে’ দুইজন নিহত হয়েছেন। সোমবার রাত তিনটার দিকে শহরের চাঁচড়া রায়পাড়া প্রাইমারি স্কুল এলাকায় এ ‘গালাগুলির’ ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোর সদরের মন্ডলগাতি গ্রামের জাহান আলীর ছেলে আসর আলী (৫৬) ও শহরের রায়পাড়ার সেখেঁন্দার খার ছেলে মানিক (২৬)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) সালাউদ্দিন শিকদার জানান, নিহত দু’জনই চিহিৃত মাদক কারবারি।

এদের মধ্যে আসর আলীর বিরুদ্ধে ১১টি ও মানিকের নামে ১০টি মাদক আইনে মামলা রয়েছে।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, সোমবার রাত তিনটার দিকে চাঁচড়া রায়পাড়া প্রাইমারি স্কুল এরাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর পান। দ্রুত পুলিশ সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুবৃত্তরা পালিয়ে যায়। এসময় সেখানে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখে তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে ৬শ’ পিচ ইয়াবা, দুইটি দেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও ১২ বোর বন্দুকের ৪টি খোসা উদ্ধার করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে সোমবার রাতে দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই দুজনার মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/রিপন/তৌহিদ)

সম্পর্কিত খবর