‘সংখ্যালঘু’ শব্দটি থাকা উচিত না

‘সংখ্যালঘু’ শব্দটি থাকা উচিত না

Other

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর ঘটে যাওয়া হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে স্ট্যাটাসটি দেন তিনি।

ঢাকাই সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়িকা লিখেছেন, কোন ধর্মই কখনো প্রতিহিংসা শেখায় না। তাই ধর্মীয় বিশ্বাসের নামে সকল সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

তিনি আরও লিখেছেন, ‘আরও একটা কথা, দেশটা যদি আমাদের সকলেরই হয়, তাহলে এখানে "সংখ্যালঘু" বলে কোন শব্দ থাকা উচিত না। আর যদি সংখ্যাতেই কথা বলতে হয়, তাহলে পৃথিবীতে শুধুমাত্র ভালো মানুষেরাই "সংখ্যাগরিষ্ঠ" হোক। ’

লেখাটি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম-এর ফেসবুক থেকে নেওয়া (সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়।

)

news24bd.tv নাজিম