ডেঙ্গুতে প্রাণ গেলো একজনের, হাসপাতালে ১৭৯ জন

ডেঙ্গুতে প্রাণ গেলো একজনের, হাসপাতালে ১৭৯ জন

অনলাইন ডেস্ক

রাজধানীসহ সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে ১৫৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৫ জন ভর্তি হন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা ৮৪০ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টানে: কাদের

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়,  হাসপাতালে ভর্তি থাকা ৮৪০ জনের মধ্যে রাজধানীর সরকারি-বেসরকারি হাসপাতালে রয়েছেন ৬৮০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে রয়েছেন ১৬০ জন।

news24bd.tv নাজিম