সালমান শাহ আত্মহত্যা করেছিলেন: পিবিআই

সালমান শাহ আত্মহত্যা করেছিলেন: পিবিআই

অনলাইন ডেস্ক

সালমান শাহের মৃত্যুর ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত।  

রোববার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত পিবিআইয়ের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের শিকার হননি, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছিলেন। ’


আরও পড়ুন:

বিএনপি জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়েছে: কাদের

ক্ষমতায় থাকতেই আ’লীগ সাম্প্রদায়িক সহিংসতা ঘটাচ্ছে: ফখরুল

নথি গায়েব: জিজ্ঞাসাবাদের জন্য স্বাস্থ্যের ৬ কর্মচারীকে নিয়ে গেলো সিআইডি

কোনো ষড়যন্ত্রই সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


এদিন চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি দেন সালমান শাহের মায়ের আইনজীবী ফারুক আহাম্মদ।

একই সঙ্গে সালমান শাহের মা নীলা চৌধুরীর ভার্চুয়ালি জবানবন্দি নিতে আবেদন করা হয়। আদালত মামলার বাদী উপস্থিত না থাকায় আবেদনটি খারিজ করে দেন।  

সালমান শাহের মায়ের আইনজীবী ফারুক আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ বলেন, রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে নারাজি দাখিল করা হয়।

আদালত সেটি খারিজ করে দেন। পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনটি আদালত গ্রহণ করেছেন। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে যাব।

news24bd.tv নাজিম