জলবায়ু পরিবর্তন সঙ্কট মোকাবিলায় নারীদের অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

জলবায়ু পরিবর্তনের সঙ্কট মোকাবিলায় নারীর ক্ষমতায়নে সাহসী পদক্ষেপ প্রয়োজন রয়েছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকালে স্কটল্যান্ডে চলমান জলবায়ু সম্মেলনের ফাঁকে এক সাইড লাইন বৈঠকে এই কথা বলেন তিনি।  

এ সময় শেখ হাসিনা বলেন, পুরুষের চেয়ে নারীদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি।  

জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের শীর্ষ বৈঠক কপ-২৬ এর মূল আয়োজন ছাড়াও একগুচ্ছ উচ্চ পর্যায়ের সভায় দেশের প্রতিনিধিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে স্কটল্যান্ডের গ্লাসগো'তে স্কটিশ প্যাভিলিয়নে আয়োজিত জলবায়ু পরিবর্তনে নারী শীর্ষক উচ্চ পর্যায়ের এই সভায় যোগ দেন দেশের সরকার প্রধান।

আরও পড়ুন:


জেলহত্যার রায় কার্যকরে সর্বোচ্চ চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নুরসহ ৫ জনকে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার মামলা থেকে অব্যাহতি

ইউপি নির্বাচন নিয়ে নিজেরাই মারামারি করে মানুষের শান্তি বিনষ্ট করছে: রিজভী


এতে, জলবায়ু পরিবর্তনের সংকটে নারীর ভূমিকা ও করণীয় বিষয়ে নীতিগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।  

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জরুরি।

পরে, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন।

এ সময়, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

news24bd.tv নাজিম