পরিবহন ধর্মঘট: ব্যাংকের নিয়োগ পরীক্ষার বিষয়ে যা জানা গেল

পরিবহন ধর্মঘট: ব্যাংকের নিয়োগ পরীক্ষার বিষয়ে যা জানা গেল

অনলাইন ডেস্ক

জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে বাস-ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। এতে করে পণ্য পরিবহনসহ বন্ধ আছে বাস চলাচলও। এদিকে আজ শুক্রবার (৫ নভেম্বর) রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিয়োগ পরীক্ষা আছে।

রাষ্ট্রায়ত্ত ৭টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার নিয়োগের পরীক্ষায় অংশ নেওয়ার কথা।

যেখানে ঢাকার ৬৫টি কেন্দ্রে প্রায় ২০ হাজার পরীক্ষার্থী অংশ নেবে। বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টার এই পরীক্ষা শুরু হবে।

শুক্রবার সকাল ৬টা থেকে সারা দেশে পরিবহন বন্ধ থাকায় আজকের নিয়োগ পরীক্ষা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে সংশয়।

এদিকে নিয়োগ পরীক্ষা নিয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন।

পরীক্ষার তারিখ আগেই নির্ধারিত। এ অবস্থায় পরীক্ষা বাতিল নিয়ে কিছু ভাবা হচ্ছে না। পরীক্ষা সময় মতোই হবে।

আরও পড়ুন


এরিক এরশাদ ঘোষিত জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা

news24bd.tv এসএম