এরিক এরশাদ ঘোষিত জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা

এরিক এরশাদ ঘোষিত জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা

অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সন্তান এরিক এরশাদ ঘোষিত জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তার মা বিদিশার নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) এইচএম এরশাদের বাড়ি প্রেসিডেন্ট পার্ক বারিধারায় আয়োজিত সংবাদ সম্মেলনে পার্টির মুখপাত্র নীলফামারী ১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী এই ঘোষণা দেন। ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া কেন্দ্রীয় কমিটি’র ব্যানারে এক সংবাদ সম্মেলন ডাকা হয়।

সংবাদ সম্মেলনে বিদিশা জানান, শিগগিরই বিভিন্ন কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করা হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত হয়ে অংশগ্রহণ করবে নতুন জাপা। তবে কোন জোটে তিনি যোগ দেবেন, তা উল্লেখ করেননি বিদিশা।

সংবাদ সম্মেলনে উপস্থিত জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার সর্বস্তরের নেতাকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিদিশা। নতুন জাপার দায়িত্ব পালনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি এ সময় দেশবাসীকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বক্তব্য রাখেন।

এর আগে, গত ১৪ জুলাই রওশন এরশাদকে চেয়ারম্যান, মা বিদিশা ও ভাই রাহগির আল মাহি সাদকে কো-চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মহাসচিব করে নতুন জাতীয় পার্টির ঘোষণা দেন এরিক এরশাদ। পরে সাদ এরশাদ নিজেকে এই অংশ থেকে সরিয়ে নেন।

আরও পড়ুন


১৪ মাস পর কারিশমা হত্যার রহস্য উদঘাটন

news24bd.tv এসএম