গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু আরও বাড়ল

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু আরও বাড়ল

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে। এসময় ৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৮৯৫ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৮ জন।

সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৭১ হাজার ১৩ জন।  

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ১৯০ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৩৪ হাজার ৮২৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে ৮৩৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯০৬টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার ৬০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে পুরুষ ৩ জন এবং ১ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৮৫৬ জন এবং নারী ১০ হাজার ৩৯ জন।

তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

মারা যাওয়া ৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন, রাজশাহী বিভাগে ১ জন রয়েছে। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন।

আরও পড়ুন


বসুন্ধরার এমডিকে হত্যা চেষ্টার প্রতিবাদে নান্দাইলে মিছিল ও মানববন্ধন


news24bd.tv/ কামরুল