অর্থ ও উচ্চারণসহ সুরা লাহাব

অর্থ ও উচ্চারণসহ সুরা লাহাব

অনলাইন ডেস্ক

সুরা আবু লাহাব বা লাহাব পবিত্র কুরআনের ১১১তম সুরা। এই সুরাকে সুরা মাসাদ ও সুরা তাব্বাতও বলা হয়। মাসাদ শব্দের অর্থ খেজুর গাছের সুতা বা রশি।

হিজরতের আগে মক্কায় মহানবী (সা) যখন প্রকাশ্যে ইসলাম প্রচার করছিলেন সেই কার্যক্রমের প্রথম দিকে  নাজিল হয়েছিল এই সুরা।

এ সুরায় রয়েছে ৫টি বাক্য বা আয়াত।

অর্থ ও উচ্চারণসহ সুরা লাহাব:

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

‘বিসমিল্লাহির রহমানির রাহিম’

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

تَبَّتۡ یَدَاۤ اَبِیۡ لَهَبٍ وَّ تَبَّ

‘তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব্ব। ’

ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক।

 مَاۤ اَغۡنٰی عَنۡهُ مَالُهٗ وَ مَا کَسَبَ

‘মা আগনা আ’নহুমালুহু ওয়ামা কাসাব। ’

তার ধন-সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না।

سَیَصۡلٰی نَارًا ذَاتَ لَهَبٍ

‘সাইয়াসলা নারাং যাতা লাহাব। ’

অচিরেই সে নিমজ্জিত হবে লেলিহান আগুনে।

وَّ امۡرَاَتُهٗ ؕ حَمَّالَۃَ الۡحَطَبِ

‘ওয়ামরাআতুহু; হাম্মা লাতাল হাতাব। ’

এবং তার স্ত্রীও; যে ইন্ধন বহনকারিণী।

فِیۡ جِیۡدِهَا حَبۡلٌ مِّنۡ مَّسَدٍ

‘ফি ঝিদিহা হাবলুম্মিম মাসাদ। ’

তার গলদেশে খেজুর আঁশের পাকানো রশি। (মাখরাজসহ বিশুদ্ধ উচ্চারণে সুরাটি শিখে নেওয়া জরুরি )

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক