নন্দিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে মমতার শোক

নন্দিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে মমতার শোক

অনলাইন ডেস্ক

বাংলা সাহিত্যের অগ্রগণ্য লেখক হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, তাঁর প্রয়াণে সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।

শোকবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি হাসান আজিজুল হকের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ’

নন্দিত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক সোয়া ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন হাসান আজিজুল হক।  

 আরও পড়ুন:

ক্যাম্পাসেই শায়িত হবেন হাসান আজিজুল হক


১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন।

টানা ৩১ বছর ধরে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপনা করে ২০০৪ সালে তিনি অবসর যান।

news24bd.tv রিমু