আমন চাষে বগুড়ার কৃষকের মুখে হাসি

অনলাইন ডেস্ক

ভালো ফলন আর ভালো দাম পেয়ে হাসি ফুটেছে বগুড়ার আমন চাষিদের মুখে। মাঠে মাঠে এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। চাষিরা ব্যস্ত সময় পারা করছেন ধান ঘরে তুলতে।  

হাটে বাজারে ধান কেনাবেচা শুরু হয়েছে, সরকারিভাবেও ধান সংগ্রহ অভিযান চলছে।

ধান উৎপাদনে এবারও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের।    

সবুজ ধান ক্ষেত এখন সোনালী আভা। বাতাসে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। বগুড়ার মাঠে মাঠে এখন ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত কৃষক।

নারীরাও ব্যস্ত সময় পার করছেন মাঠে।

শষ্য ভান্ডার খ্যাত বগুড়ার মাঠে আমন ধান কাটার পাশাপাশি ধান মাড়াই করে হাট বাজারে কেনাবেচা শুরু হয়েছে। সরকারিভাবে ২৭ টাকা কেজি দরে ধান সংগ্রহ শুরু হয়েছে।   তাই বাজার দর ভালো পাবার আশা চাষিদের।  

গতবারের চেয়ে এবার ধানের বাম্পার ফলন হয়েছে, দামও ভালো। তাই দিনদিন আমন চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। সরকারের প্রণোদনা কর্মসূচি কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে জানিয়ে এবারে আবাদের লক্ষমাত্রা ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।


আরও পড়ুন:

সৌদি আরবের উপহারের ১৫ লাখ টিকা পেলো বাংলাদেশ

ক্যাম্পাসেই শায়িত হবেন হাসান আজিজুল হক

জানা গেল পাকিস্তানের 'পতাকা অনুশীলনের' আসল কারণ


জেলায় চলতি মৌসুমে ১ লাখ ৮২ হাজার ৬২০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে, যা থেকে প্রায় ৫ লাখ মেট্রিক টন চাল উৎপাদন হবে।

news24bd.tv নাজিম