সুদানে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ১৫

সুদানে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ১৫

অনলাইন ডেস্ক

আফ্রিকার দেশ সুদানে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৫ জন মারা গেছেন। এছাড়া আরও অন্তত ডজনখানেক লোক এতে আহত হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৭ নভেম্বর) ওই বিক্ষোভে অংশ নেওয়া মানুষকে ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

রাজধানী খার্তুমসহ তিনটি শহরেই এই বিক্ষোভে গুলি চালানো হয়।

এক বিবৃতিতে সেন্ট্রাল কমিটি অব সুদানিজ ডক্টরস (সিসিএসডি) জানায়, বিভিন্ন এলাকায় বিক্ষোভে ব্যাপকভাবে গুলি করেছে সেনাবাহিনী। এতে অনেকে গুরুতর আহত হয়েছেন।

এর আগে, ২৫ অক্টোবর সুদানের শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সামরিক অভ্যুত্থান ঘটান।

সার্বভৌম পরিষদ এবং অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে অনেক বেসামরিক নেতাকে আটক করেন।

আরও পড়ুন:

বায়ুদূষণ রোধে গাছ কিনতে নার্সারিতে ছুটছে মানুষ


news24bd.tv/ নকিব