ম্যাচের আগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মাহমুদুল্লাহ

ফাইল ছবি

বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ

ম্যাচের আগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন মাহমুদুল্লাহ

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থতার পর আগামীকাল আবারও মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে তারা।  

বিশ্বকাপের পর যেন পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছিল না বাংলাদেশ। টাইগারদের নিয়ে সমালোচনায় মুখর ছিল ভক্ত-সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও।

এমন সময় বাংলাদেশ ক্রিকেট দলের পাশে এসে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী।  

বুধবার জলবায়ু সম্মেলনে অংশগ্রহন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনারা এতো হতাশ হন কেন? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তারা (ক্রিকেট দল) চমৎকার খেলেছে। কখন যে ব্যাটে বলে ঠিক মতো লাগবে, ছক্কা হবে তাতো বলা যায় না।

সবসময় সব অংক মেলে না। এটাও বাস্তব কথা। ’

তিনি আরও যোগ করেন, ‘আমরা যেটা আশা করেছিলাম, আমাদের খেলোয়াড়রা তা খেলতে পারেনি। তাই বলে আমি কিন্তু আমাদের ছেলেদের কখনও হতাশ করিনি। আমি তাদের বলি, আরও ভালো খেল। আরও মনোযোগী হও, আরও অনুশীলন করো। করোনার কারণে তারা অনুশীলন করতে পারেনি। তারপরও বাংলাদেশ আজ বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পেরেছে, এটাই তো বড় কথা। ’

প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা পেয়ে আবেগে আপ্লুত টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ্‌। আমিও শুনেছি (প্রধানমন্ত্রীর) কথাটা। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার এই কথা আমাদের আরও অনুপ্রাণিত করবে। সত্যি কথা বলতে, এটা আমাদের দলের জন্য অনেক ইতিবাচক একটা মন্তব্য। ’

টাইগার অধিনায়ক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় যেভাবে আমাদের অনুপ্রাণিত করেন, সমর্থন করেন এটা অবিশ্বাস্য। এর জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে এটা নিশ্চিত করবো যে, আমরা যেনো আমাদের শতভাগের বেশি দিয়ে এই সিরিজটা খেলতে পারি। ইনশাআল্লাহ্‌। ’

প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টায় পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

আরও পড়ুন:

সাবেক মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের পর টেনিস তারকা নিখোঁজ


news24bd.tv/ নকিব