৬০ বছরে গ্রেফতারে ‌‘সেঞ্চুরি’ আর মামলায় ‘ফিফটি’  শিপ্রার

৬০ বছরে গ্রেফতারে ‌‘সেঞ্চুরি’ আর মামলায় ‘ফিফটি’ শিপ্রার

অনলাইন ডেস্ক

৬০ বছরে বয়সের এই জীবনে শিপ্রা বেগম পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শতাধিকবার। আর তার বিরুদ্ধে মামলা আছে ৫১ টি। আর এসবের পেছনের কারণ মাদক! শিপ্রা বেগম চুয়াডাঙ্গা জেলার শীর্ষ নারী মাদক কারবারি। তিনি স্থানীয় বুজরুক গড়গড়ি এলাকার মৃত বাবুল রহমানের স্ত্রী।

শিপ্রার স্বামী বাবুল মারা যান ২০১৫ সালে। তিনিও একাধিক মাদক মামলার আসামি ছিলেন। তার ছেলে আলী হোসেন পাঁচ মামলার আসামি; যার একটিতে ৩২ বছরের সাজা খাটছে ২০১৫ সাল থেকে।

সর্বশেষ বুধবার (১৮ নভেম্বর) চুয়াডাঙ্গার ‘বুদ্ধিমান পাড়া’ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ১৯৯১ সালে সর্বপ্রথম শিপ্রার বিরুদ্ধে মামলা করা হয়। এরপর এই ৩০ বছরে ৫১টি মাদকের মামলা করা হয় তার বিরুদ্ধে। গ্রেফতার হন শতাধিকবার। বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে চার মামলায়।

তবে বিভিন্ন সময়ে তাকে ঘরে প্রবেশ করতে দেখেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘরের টয়লেটে গোপন একটি দরজা বানিয়েছেন তিনি। পুলিশ এলেই সেই দরজা দিয়ে পালিয়ে যেতেন।

ব্রাজিলের খেলোয়াড়রা দেখেছে তিনটি হলুদ কার্ড।


আরও পড়ুন:

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে গ্যালারিতে ফিরছে দর্শক, জানা গেলো টিকিটের মূল্য

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

পাকিস্তানের পতাকা লাগিয়ে কীসের প্র্যাকটিস: তথ্য প্রতিমন্ত্রী


 

চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিপ্রা বেগমের তার বিরুদ্ধে ৫১টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে। তার স্বামী-সন্তানও মাদক কারবারি। তার জীবনটাই মাদকের সাথে জড়িত!

news24bd.tv/আলী