খালেদা জিয়ার কিছু হলে ‘পরিণতি হবে ভয়াবহ’: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

খালেদা জিয়ার কিছু হলে ‘পরিণতি হবে ভয়াবহ’: রিজভী

অনলাইন ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলেও তার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। অসুস্থ খালেদা জিয়ার কিছু হলে তার পরিণতি ‘ভয়াবহ হবে’ বলে ক্ষমতাসীনদের হুঁশিয়ার দেন তিনি।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জাতীয়তবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত  দোয়া মাহফিলে এ হুঁশিয়ারি দেন তিনি।  

রিজভী বলেন, “আমি সরকারকে আবারো বলছি, এখনো সময় আছে, দেশনেত্রীকে মুক্তি দিন।

উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দিন। আপনি মনে করেছেন অনেক পার পেয়ে গেছেন। … যারা অন্যায় করে, আল্লাহ কিন্তু ‍তাদেরকে অনেক দড়ি ছেড়ে দেয় প্রথমে। তারপরে যখন দড়ি টান দেবে, তখন হুড়মুড় করে পড়ে যাবেন, তখন অনেকে কিন্তু আঘাতপ্রাপ্ত হবে।

আরও পড়ুন


জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য সরিয়ে নিতে চিঠি

এবার অন্যরকম পুরস্কার পেলেন জয়া

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের


সরকারের উদ্দেশে তিনি বলেন, “জাতীয়বাদী শক্তির যে ধরনের আত্মপ্রত্যায় দেখছি, অঙ্গীকার দেখছি, যদি দেশনেত্রীর কিছু হয়, এই বাংলাদেশে আপনি (সরকার) এক মুহূর্ত টিকতে পারবেন না। ”

 

news24bd.tv নাজিম