বাংলাদেশে প্রথম বারের মত ওডিসি- থ্রি জাতের সজনের চাষ শুরু

Other

বাংলাদেশে প্রথম বারের মত ওডিসি- থ্রি জাতের বারোমাসি সজনের চাষ শুরু হয়েছে সাতক্ষীরায়। শীতকালীন সবজি সজনে ফলবে অন্য মৌসুমেও; তাই, দাম ও চাহিদাও রয়েছে বেশ।  

সাতক্ষীরা জেলার মাটি ও  আবহাওয়া ওডিসি থ্রি চাষের উপযোগী হওয়ায় এ জেলার কৃষকরাও আগ্রহী হয়েছেন এ সবজি চাষে। শীতকালীন সবজি সজনে।

ঔষুধি ও পুষ্টি গুণের কারনে ভোজন রসিক বাঙালির বেশ পছন্দের খাবার এটি।

সাতক্ষীরার আলিপুর গ্রামের কৃষি উদ্যোক্তা আবু সাইদ বছর জুড়ে এই সজনে চাষের জন্য ভারতের তামিল নাড়ু থেকে পাঁচ জাতের বারোমাসি সজনের বীজ সংগ্রহ করেছেন।  

আরও পড়ুন:


পরকীয়ার জেরে হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড


এরপর নিজ গ্রামের চিংড়ির ঘেরের আইলে শুরু করেন সজনের চাষ। তবে বর্তমানে চাষ করছেন দশ বিঘা জমিতে।

সফলও হয়েছেন। এটি চাষে খরচ ও সময় কম লাগায় বানিজ্যিকভাবে এই জাতটির চাষ শুরু করছেন এই কৃষি উদ্যোক্তা।

এই জাতের সজনে চাষে পরিচর্যা ও মজুরি খরচ কম হওয়ায় এটি চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই।

মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উন্নত জাতের এই সজনের আবাদ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান কৃষিবিদ মো. নুরুল হক। সাতক্ষীরা জেলায় এবছর ১০০ হেক্টর জমিতে সজনের আবাদ হয়েছে।

news24bd.tv/ কামরুল