পুলিশের সঙ্গে প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

লালমনিরহাট জেলা।

পুলিশের সঙ্গে প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, ভাঙচুর-অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক

নির্বাচনী ফল নিয়ে পুলিশের সঙ্গে বিভিন্ন প্রার্থীর কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ও খুনিয়াগাছ ইউনিয়নে।

 বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিভিন্ন সড়ক অবরোধসহ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।

রোববার সন্ধ্যার পর থেকে মধ‌্যরাত পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা।

স্থানীয় একটি সূত্র জানায়, সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে নৌকার প্রার্থী গোলাম মোস্তফা স্বপনের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

এছাড়া খুনিয়াগাছ ইউনিয়নে লাঙ্গল প্রার্থী জুলফিকার আলী বুলুর কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।  
 
প্রার্থীদের বিক্ষুব্ধ কর্মীরা সড়ক অবরোধ করেন। তারা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। অন্তত ২০ জন আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও রাবার বুলেট চালায়।

আরও পড়ুন: 


ভোট নিয়ে সংঘর্ষে ছাত্রলীগ নেতার মৃত্যু

পুলিশ সুপার বলেন, যারা শান্ত পরিস্থিতি নষ্ট করতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছেন, তাদের আইনের আওতায় আনা হবে।

news24bd.tv তৌহিদ