যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে মুনাফা হ্রাস পেয়েছে

যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে মুনাফা হ্রাস পেয়েছে

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কম সুদহার ও ব্যয়ের পরিমাণ না কমাতে পারায় ১ দশমিক ২ শতাংশ মুনাফা হ্রাস পেয়েছে। মার্কিন ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশনের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য দিয়েছে রয়টার্স।

আরও পড়ুন:

ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান

এবার আলেশা মার্টের কার্যক্রম বন্ধ ঘোষণা

সংবাদমাধ্যমটি জানায়, মার্কিন ব্যাংকগুলোর মুনাফা গেল বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে ৩৬ শতাংশ। রিজার্ভ সংকোচনের ফলে ব্যাংকগুলোতে ১২ মাসের অধিক মেয়াদি ঋণের হার নেমে এসেছে ৬ দশমিক ৩ শতাংশে।

ব্যাংক যে সুদ ঋণের ক্ষেত্রে নিয়ে থাকে, তা ইতিহাসে সর্বনিম্ন দশমিক ১৯ শতাংশে নেমে এসেছে। তবে মোট ঋণের পরিমাণ কিছুটা বেড়েছে যুক্তরাষ্ট্রে।

 news24bd.tv/এমি-জান্নাত