এবার ধর্ষণের অভিযোগে রিমান্ডে ধর্মগুরু দাতী মহারাজ

দাতী মহারাজ।

এবার ধর্ষণের অভিযোগে রিমান্ডে ধর্মগুরু দাতী মহারাজ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শিষ্যের করা ধর্ষণের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু দাতী মহারাজকে রিমান্ডে নিয়েছে ভারতের পুলিশ। সোমবার তার রিমান্ড শুরু করা হয়। এর আগে শুক্রবার তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তাঁর এক শিষ্যা।

নির্যাতিতার অভিযোগ, নিজের প্রতিষ্ঠিত শান্তিধাম আশ্রমের মন্দিরের ভেতর দুবছর আগে ওই শিষ্যকে ধর্ষণ করেন দাতী মহারাজ।

এ কথা কাউকে না বলতে হুমকি দেন দাতী। লোকলজ্জা এবং কলঙ্কের ভয়ে তিনি কাউকে ধর্ষণের কথা ফাঁস করেননি।

অবশেষে শুক্রবার তিনি পুলিশকে ওই ধর্ষণের ব্যাপারে অভিযোগ করেন।

ধর্ষণের শিকার ওই নারী জানান, আরও অনেক মেয়ে দাতী মহারাজের লালসার শিকার হয়েছেন।

কিন্তু লোক লজ্জা ও ভয়ে কেউ মুখ খুলছেন না।

পুলিশ জানিয়েছে, এর আগেও দাতী মহারাজের বিরুদ্ধে ধর্ষণসহ যৌন নিপিড়নের অভিযোগ ওঠে। এবার ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৭৭, ৩৫৪ এবং ৩৪ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তে নেমে সোমবার তাকে জেরা করা হয়।

নির্যাতিতার বাবার অভিযোগ, দুবছর আগে মহারাজের দায়িত্বে মেয়েকে আশ্রমে রেখে বিশেষ কাজে অন্যত্র গিয়েছিলেন তিনি এবং তাঁর স্ত্রী। এসময় মেয়েকে একা পেয়ে সর্বনাশ করে দাতী।

উল্লেখ্য, দিল্লি এবং সংলগ্ন অঞ্চলসহ প্রায় সারা উত্তর ভারতেই দাতী মহারাজের অসম্ভব জনপ্রিয়তা। তাঁর অনেক শিষ্য রয়েছে। দিল্লির মেহরুলি অঞ্চলের ফতেপুর বেরিতে শান্তিধাম আশ্রম ছাড়াও দক্ষিণ দিল্লিতে বিশাল খামারবাড়ি আছে দাতীর। প্রতি বৃহস্পতি এবং শনিবার তাঁর আধ্যাত্মিক বক্তৃতা শুনতে কয়েক হাজার ভক্ত সমাগম হয় শান্তিধাম আশ্রমে। বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত ধর্মালোচনা ভিত্তিক অনুষ্ঠান করেন তিনি। তাঁর নিজস্ব ওয়েবসাইটও আছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর