নাইটক্লাবে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী, চাইলেন ক্ষমা

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন

নাইটক্লাবে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী, চাইলেন ক্ষমা

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রীর সংস্পর্শে আসার পরও নাইটক্লাবে গিয়েছিলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। সেই ছবি প্রকাশ্যে আসতেই ক্ষমা চাইলেন তিনি। খবর সিএনএন।

এর আগে ফিনিশ গসিপ ম্যাগাজিনে প্রকাশিত এক ছবিতে নাইটক্লাবের ভিড়ের মাঝে সানাকে দেখা যায়।

শনিবার রাতে হেলসিঙ্কির একটি ক্লাবের যান প্রধানমন্ত্রী। বুধবার রাতে টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, আমি ভুল করেছি। পরিস্থিতি আরও সতর্কভাবে বিবেচনা করা উচিত ছিল।  

শুধু প্রধানমন্ত্রীই নয় পররাষ্ট্রমন্ত্রীর সংস্পর্শে আসা আরও দুই মন্ত্রীকে প্রকাশ্য ওই অনুষ্ঠানে দেখা গেছে।

জনসংযোগ এড়িয়ে চলার পরামর্শ থাকলেও রবিবার ফিনল্যান্ড ও লাটভিয়ার ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী মিকা লিন্টিলা।

saana marin

এর আগ শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী পেকা হাভিস্তোর সঙ্গে একটি বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। তার পরদিনই পেকার করোনা পজিটিভ আসে।

প্রধানমন্ত্রী সানা মারিন জানান, রেস্টুরেন্টে থাকাকালে তার স্বরাষ্ট্রসচিবের করা ফোনে করোনার বিষয়টি জানতে পারেন। তিনি জেনেছিলেন দুই ডোজ টিকা নেওয়ার কারণে মন্ত্রীদের কোয়ারেন্টাইনে যেতে হবে না।

পরবর্তীতে প্রধানমন্ত্রী অফিস জানায়, পররাষ্ট্রমন্ত্রীর করোনা ধরা পড়ার পর অন্যদের জনসমাগমে না যেতে দুটি টেক্সট মেসেজ করা হয়েছিল।

সানা মারিন জানান, দাপ্তরিক ফোন বাসায় রেখে আসায় তিনি ওই বার্তা পাননি। তবে দুইবার কোভিড টেস্টের পর নেগেটিভ রিপোর্ট পেয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন


ধর্ষণের অভিযোগে নিষিদ্ধ বাংলাদেশি অ্যাথলেট

news24bd.tv/নকিব