৮ বছরের শিশুকে হত্যা, দাবি ছিল মাত্র এক হাজার টাকার

নিহত শিশু মাহিম

৮ বছরের শিশুকে হত্যা, দাবি ছিল মাত্র এক হাজার টাকার

অনলাইন ডেস্ক

মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়ার সম্পাশি গ্রামে মাত্র এক হাজার টাকার জন্য এক শিশুকে হত্যা করা হয়েছে। ৮ বছর বয়সী ওই শিশুর নাম আব্দুল হাসিম মাহিম। সে সম্পাশি গ্রামের মো. বদরুল ইসলামের ছেলে।

বাড়ির পাশে খেলার সময় গত ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে নিখোঁজ হয় শিশু মাহিম।

পরে তার বস্তাবন্দি মরদেহ মনু নদীতে পাওয়া যায়।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান এসব তথ্য জানিয়েছেন। এসময় তিনি বলেন, সদর থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজা ও বিট অফিসার এসআই আবু নাইয়ুম মিয়াসহ সদর থানার একটি চৌকস দল হত্যার রহস্য উন্মোচনে মাঠে নামে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সম্পাশি গ্রামের সাব্বির বক্সসহ (১৯) তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে সাব্বির বক্স ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পুলিশকে সে জানান, মাত্র এক হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে সে নিজেই আট বছরের শিশু মাহিমকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন। পরে লাশ গুমের উদ্দেশ্যে মনু নদীতে ফেলে দেন।

ছেলে হত্যার ঘটনায় সোমবার সাব্বির বক্সকে প্রধান আসামি করে নিহত শিশুর বাবা মো. বদরুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রধান আসামি সাব্বির বক্স হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুন


ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করলেন বিএনপি নেতা আলাল

news24bd.tv এসএম