মার্কিন সিনেটে বিশাল অঙ্কের প্রতিরক্ষা বিল পাস

সংগৃহীত ছবি

মার্কিন সিনেটে বিশাল অঙ্কের প্রতিরক্ষা বিল পাস

অনলাইন ডেস্ক

মার্কিন সিনেটে ৭৭৭ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) ৮৮-১১ ভোটে বিলের পক্ষে রায় দেন আইনপ্রণেতারা। এরপর দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের জন্য হোয়াইট হাউজে পাঠানো হয়েছে। আল জাজিরা।

প্রতিরক্ষা বাজেটে বরাদ্দকৃত অর্থের বেশিরভাগই যাবে পেন্টাগনে। ৭৪০ বিলিয়ন ডলার ব্যয় হবে প্রতিরক্ষা খাতে। জ্বালানি খাতে খরচ হবে ২৭ বিলিয়ন ডলার। এছাড়া জরুরি প্রয়োজনে ব্যয়ের জন্য রাখা হয়েছে ৯ দশমিক ৯ বিলিয়ন ডলার।

এর সপ্তাহখানেক আগে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ৩৬৩-৭০ ভোটে পাস হয় বিলটি। জো বাইডেন অবশ্য আরও ২৫ বিলিয়ন ডলার কমিয়ে বাজেটের প্রস্তাব দিয়েছিলেন।

তবে এই বিশাল অঙ্কের প্রতিরক্ষা বাজেট নিয়ে সমালোচনা করছে দেশটির মানবাধিকার সংগঠনগুলো। এই অর্থ অন্যান্য সামাজিক কর্মসূচিতে ব্যয় করা যেতো বলে মনে করে তারা।

আরও পড়ুন:

করোনাভাইরাসে আক্রান্ত মার্সেলো ও মদ্রিচ

news24bd.tv/ নকিব