পটুয়াখালীতে চলছে ভোট গ্রহণ 

পটুয়াখালীতে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি

পটুয়াখালীতে চলছে ভোট গ্রহণ 

অনলাইন ডেস্ক

তীব্র শীত উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে পটুয়াখালীর ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। আজ সকাল ৮ টায় এ ভোট গ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে।

এখন পর্যন্ত কোন কেন্দ্রে অপৃতিকর খবর পাওয়া যায়নি। যে কোন ধরণের অপৃতিকর ঘটনা এড়াতে ৬৬ টি ভোট কেন্দ্রে ২১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৩ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, ৫ প্লাটুন বিজিবি,  ১০ টি র‍্যাবের টিম,  ২৭ টি পুলিশের মোবাইল টিম ও ১২ টি পুলিশের স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করছে।

আরও পড়ুন:


ঝিনাইদহে ১৫টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ


কলাপাড়া উপজেলার ৩ টি ও রাঙ্গাবালী উপজেলার ৪ টি ইউনিয়নে ১ লাখ ১২ হাজার ৮শ ৯৬ জন ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ সদস্য পদে ২৪৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

news24bd.tv রিমু