ঝিনাইদহে ১৫টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ

ঝিনাইদহে চলছে ভোটগ্রহণ

ঝিনাইদহে ১৫টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণ

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

৪র্থ ধাপে ঝিনাইদহের সদর উপজেলায় ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। তীব্র শীত উপেক্ষা করে সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৭২ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৪৮ জন ও সাধারণ সদস্য পদে ৪৯৫ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই সকল ইউপিতে ১৪৮টি কেন্দ্রে স্থায়ী ও অস্থায়ী ৭৬১টি ভোট কক্ষ রয়েছে।

এসব ইউপিতে ২ লক্ষ ৫৩ হাজার ৫শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৬ শত ৮৮ জন আর নারী ভোটার ১ লাখ ২৫ হাজার ৮শ ১২ জন।

আরও পড়ুন:


করোনামুক্ত কারিনা


নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি ৪ প্লাটুন,পুলিশ রয়েছে ৩হাজার ৭শত ৪৮ জন ও ২ হাজার ৫শত ১৬জন এবং ১৫টি ইউনিয়নে পুলিশের ৩০টি মোবাইল টিম ও ৪৫টি স্টাইকিং রিজার্ভ ফোর্স টহল দিচ্ছেন। প্রতিটি ইউনিয়নে ৫ জন জুডিশিয়াল ও ১৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও র‍্যাবের রয়েছে ১টি স্টাইকিং রিজার্ভসহ ৩৮ জন সদস্য।  

news24bd.tv রিমু