পুনঃনিরীক্ষণ: ‘ফেল’ করা ৫১ জন পাস, ৬ জন পেল জিপিএ-৫

ফাইল ছবি

পুনঃনিরীক্ষণ: ‘ফেল’ করা ৫১ জন পাস, ৬ জন পেল জিপিএ-৫

অনলাইন ডেস্ক

কুমিল্লা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ‘ফেল’ করা ৬ শিক্ষার্থী পুনঃনিরীক্ষণে পেল জিপিএ-৫। এছাড়াও ৮২ শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) প্রকাশিত পুনঃর্নিরীক্ষণের ফলাফল থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, ২০২১ সালের এসএসসি পরীক্ষার পুনঃর্নিরীক্ষণের আবেদনকারীদের মধ্যে ৮২ জনের ফল পরিবর্তন করা হয়। এর মধ্যে ৫১ জন ফেল থেকে পাস, যাদের মধ্যে ৬ জন পেয়েছে জিপিএ-৫ এবং ২৫ জনের গ্রেড পরিবর্তন হয়।

এদিকে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২২ ও ২৩ জানুয়ারি কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং গত ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

১১ বিষয়ে ৪১৯৩ জন শিক্ষার্থী ৪৬৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে।

আরও পড়ুন


চর্চা, বিতর্ক, গুঞ্জন আমার পেশার অঙ্গ: পাওলি দাম

news24bd.tv এসএম