শাবিপ্রবি উপাচার্যের বাসভবন ঘেরাও করে রেখেছে আন্দোলনকারীরা

শাবিপ্রবি উপাচার্যের বাসভবন ঘেরাও করে রেখেছে আন্দোলনকারীরা

অনলাইন ডেস্ক

উপাচার্যের পদত্যাগের দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। বিক্ষোভ, মশাল মিছিল, গণস্বাক্ষর, অনশন ও গণঅশন কর্মসূচির পরও দাবি আদায় না হওয়ায় এবার নতুন কর্মসূচি নিয়েছে আন্দোলনকারীরা। উপাচার্যের বাসভবন ঘেরাও করে রেখেছে তারা।  

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

এ সময় তারা ঘোষণা দেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া উপাচার্যের বাসভবনের ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।

শিক্ষার্থীরা জানান, উপাচার্য পদত্যাগ না করলে ভবিষ্যতে তারা বাসভবনের জরুরি পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন। তবে এখন ওই ভবনের জরুরি পরিষেবা চালু থাকবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখা শিক্ষার্থী নাফিজা আনজুম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেব।

এ সময় পুলিশ ছাড়া আর কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।


আরও পড়ুন: 

নিজেকে এতিম বলে কাঁদলেন জায়েদ খান
করোনায় ভয়াবহ কিছু হবে না: অর্থমন্ত্রী

বিটকয়েন ব্যবসায়ী চক্রের মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা অবরুদ্ধ করছি, বিষয়টি ঠিক এমন নয়; আমরা উপাচার্যের বাসভবনের ভেতরে কাউকে ঢুকতে দেব না। আমরা এখানে বসে অনশন করছি, আর সবাই গিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করবেন, সেটা হয় না। এ কারণে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এদিকে রবিবার সন্ধ্যায় অনশনের ১০০ ঘণ্টা পার হয়। তবুও কোনো সমাধান না হওয়ায় তারা সন্ধ্যায় মশাল মিছিল বের করেন। বুধবার ২৩ জন অনশনে বসেন। তাদের সঙ্গে নতুন করে আরও পাঁচজন যোগ দিয়েছেন।  ইতোমধ্যে অনশনরত ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

news24bd.tv/ নাজিম