ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের পাশে গাঁজা গাছ

গাঁজা গাছ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের পাশে গাঁজা গাছ

অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশে কয়েকটি গাঁজা গাছের সন্ধান পাওয়া গেছে। ওই হলের পাশে বেড়ে উঠেছে গাঁজা গাছগুলো। হলটির দেশীয় ভবনের ১ নম্বর ব্লকের নিচে তিনটি গাছ দেখা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, আগের চেয়ে ক্যাম্পাসে মাদকের সরবরাহ বেড়েছে।

রাত হলেই হলগুলোতে মাদক সেবনের আড্ডা বসে। আর এজন্য এই গাঁজা গাছ। এর আগেও ২০১৮ সালে হলটিতে গাঁজা গাছের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলগুলোতে অভিযান চালায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, আবাসিক হলটির ১ম ব্লকের নিচতলার ফাঁকা অংশে তিনটি গাঁজার গাছ জন্মেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা।

এ বিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

আরও পড়ুন


মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

news24bd.tv এসএম