মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক

মেহেরপুর মুজিবনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শহীদ হোসেন নামে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মহাব্বত আলী নামে দশম শ্রেণির আরেক ছাত্র আহত হয়েছেন।

নিহত শহীদ হোসেন মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের গুটকির ছেলে ও আহত মহাব্বত আলী একই গ্রামের ইদু মিয়ার ছেলে। তারা দুজনই বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুজিবনগর উপজেলার বল্লভপুর-আনন্দবাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাগোয়ান ইউপি’র ওয়ার্ড সদস্য রকিব হোসেন জানান, বুধবার সন্ধ্যার দিকে তারা দুজন মোটরসাইকেল যোগে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার থেকে বল্লভপুর-আনন্দবাস সড়ক হয়ে নিজ গ্রাম বাগোয়ান যাচ্ছিল। সড়কের বাগোয়ান কোনা পুকুরের কাছে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে তারা মারাত্মক আহত হয় তারা।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের দু’জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। কুষ্টিয়া নেওয়ার পথে রাত ৯ টার দিকে শহীদ মারা যায়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন


রাজধানীর লালবাগে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

news24bd.tv এসএম