মাওলানা সালাহউদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

ফাইল ছবি

মাওলানা সালাহউদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন প্রধানমন্ত্রীও।

মাওলানা সালাউদ্দিনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিন। তার মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

২০০৯ সালের ৫ জানুয়ারি ধর্ম মন্ত্রণালয়ের এক আদেশে ইসলামিক ফাউন্ডেশন মাওলানা সালাহউদ্দিনকে বায়তুল মোকাররমের খতিব নিয়োগ দেয়।

এরপর থেকে তিনি দেশের জাতীয় মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন।

মাওলানা সালাহউদ্দিন ঢাকা আলিয়া মাদরাসার ৪৪তম অধ্যক্ষ ছিলেন। ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদের খতিবের দায়িত্বও পালন করেছেন।

আরও পড়ুন


স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে ৫ ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

news24bd.tv এসএম