বগুড়ায় ব্রিটিশ ধাতব মুদ্রাসহ দুই প্রতারক আটক

আটককৃত দুই প্রতারক

বগুড়ায় ব্রিটিশ ধাতব মুদ্রাসহ দুই প্রতারক আটক

আব্দুস সালাম বাবু, বগুড়া

বগুড়ায় র‍্যাবের অভিযানে ব্রিটিশ ধাতব মুদ্রা দিয়ে প্রতারণার অভিযোগে দুই যুবক আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে আদমদীঘি উপজেলার পোতা রেলগেইট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ৫টি ব্রিটিশ ধাতব মুদ্রা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) র‌্যাবের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটককৃতরা হলো- নওগাঁর শাহাপুর এলাকার আফজাল মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৪০) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুরের এলাকার বালুকাপাড়ার জহুরুল ইসলামের ছেলে বিপ্লব দেওয়ান (২৭)।

শুক্রবার র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আদমদীঘির পোতা রেলগেইট এলাকা থেকে ৫টি ব্রিটিশ ধাতব মুদ্রা, মোবাইল ও টাকাসহ তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃত প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন


স্কুলছাত্রীকে তুলে বারবার ধর্ষণ, ছাত্রীর বাবাকে মারধর

news24bd.tv এসএম