রাশিয়া-ইউক্রেনের দ্বিতীয় বৈঠকে যে সিদ্ধান্ত!

সংগৃহীত ছবি

রাশিয়া-ইউক্রেনের দ্বিতীয় বৈঠকে যে সিদ্ধান্ত!

অনলাইন ডেস্ক

যুদ্ধ অবসানের পথ খুঁজতে বেলারুশে ইউক্রেইন ও রাশিয়ার প্রতিনিধিদের দ্বিতীয় দফা শান্তি আলোচনায় কিয়েভ আশানুরূপ ফল না পেলেও, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিতে দুই পক্ষ সম্মত হয়েছে।  

বৃহস্পতিবার বেলারুশে অনুষ্ঠিত দুই দেশের প্রতিনিধিদের মধ্যকার দ্বিতীয় দফা আলোচনায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। খবর বিবিসির।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক জানিয়েছেন, দ্বিতীয় দফা আলোচনা শেষ হয়েছে।

দুর্ভাগ্যবশত, ইউক্রেনের জন্য প্রয়োজনীয় ফলাফল এখনও আসেনি। শুধু মানবিক করিডোর খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

একইসঙ্গে তীব্র লড়াই চলছে এমন জায়গাগুলোতে জরুরি ওষুধ ও খাবার সরবরাহ করা হবে। এছাড়া ধ্বংসপ্রাপ্ত বা ক্রমাগত হামলায় আক্রান্ত অঞ্চলের নাগরিকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে অস্ত্রবিরতির সম্ভাবনাও আছে।

এদিকে রাশিয়ার পক্ষে আলোচনায় অংশ নেওয়া ভ্লাদিমির মেডিনস্কি দেশটির একটি টিভি চ্যানেলকে বলেন, আলোচনায় কয়েকটি ব্যাপারে একমত হয়েছে দুই পক্ষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারে সমাধান এসেছে তা হলো যুদ্ধক্ষেত্রে বেসামরিক নাগরিকদের জীবন বাঁচানো।

তিনি বলেন, দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে সম্মত হয়েছে যে বেসামরিক নাগরিকদের বের হয়ে যাওয়ার পথ করে দেওয়া হবে। সেই সময়টায় সাময়িক লড়াই বন্ধ রাখার ক্ষেত্রে উভয় পক্ষই সম্মত হয়েছে।

news24bd.tv/ কামরুল