বক্ষবন্ধনীতে কমলালেবু ভরে বড়দের পার্টিতে যেতেন প্রীতি

বক্ষবন্ধনীতে কমলালেবু ভরে বড়দের পার্টিতে যেতেন প্রীতি

অনলাইন ডেস্ক

গত বছরের নভেম্বর মাসে সারোগেসির সাহায্যে মা হয়েছেন বলিউডের এক সময়ের সুপারহিট নায়িকা প্রীতি জিনতা। দুই যমজ সন্তানকে সামলাতে নাজেহাল প্রীতি।

সন্তানদের নাম দিয়েছেন, জয় জিন্টা গুডেনাফ এবং গিয়া জিন্টা গুডেনাফ। সন্তানদের লালন-পালন করতে প্রীতির মনে পড়ে যাচ্ছে ছোটবেলার দুষ্টুমির কথা।

প্রীতির কথায়, ‘আমার মা যে আমাকে কীভাবে সামলাতেন, আজ বুঝতে পারি! প্রার্থনা করি, আমার সন্তানরা যেন আমার মতো না হয়। ’ খবর আনন্দবাজারের।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রীতি তাঁর ছোটবেলার গল্পে চমকে দিলেন তাঁর অনুরাগীদের।

প্রীতি জানান, ‌ক্লাবে যাওয়ার ইচ্ছে ছিল মা-বাবারা যান।

বড়রা সকলেই যান। মজা করেন। কিন্তু সেখানে কী হত? আভাস পেলেও নাগাল পেতেন না ‘বীর জারা’-র জারা। মাকে জিজ্ঞাসা করলে মা বলতেন, ‘১৮ বছর না পেরোলে ওখানে যাওয়া নিষেধ। ’

কিন্তু ১২ বছরের প্রীতির ক্লাব-‘প্রীতি’ এমন বেড়ে যায় যে নাগাল পাওয়ার জন্য মাথা থেকে দুষ্টু বুদ্ধি বের করেন তিনি।

মায়ের ব্রা নিয়ে, তাতে কমলালেবু ভরে, পোশাকের সঙ্গে পরে নেন। পৌঁছে যান ক্লাবে।

বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীকে জোর গলায় বলেন, ‘১৮ বছর বয়স হয়েছে আমার। ভেতরে যেতে পারব। ’

এই ঘটনা প্রীতির মায়ের কানে যাওয়ার পরে কী ঘটে, সে কথা বিস্তারিত জানা যায়নি।

১২ বছর বয়সেই প্রীতির মাথায় ঢুকেছিল, নিটোল স্তন না থাকলে বড় হওয়া যায় না।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর