তাসকিনের ‘সিজদা’

তাসকিনের ‘সিজদা’

অনলাইন ডেস্ক

তাসকিন আহমেদ প্রথম ৫ উইকেট শিকার করেছিলেন নিজের অভিষেক ম্যাচে। প্রতিপক্ষ ছিল ভারত। দ্বিতীয়বার পেলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তাদেরই মাটিতে। সিরিজ নির্ধারণী ম্যাচে পাঁচ উইকেট পেয়েই মাটিতে পড়ে সিজদা করলেন বাংলাদেশি পেসার।

প্রোটিয়াদের সংগ্রহ যখন ৬৬ রান তখনই আঘাত হানেন তাসকিন। তার শিকার হয়ে ৯ রানে ফিরে যান কাইল ভেরাইনে। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা মালানকেও প্যাভিলিয়নে ফেরান তিনি। মালান ৫৬ বলে ৭ চারে করেন ৩৯ রান।

এরপর সে অর্থে আর কেউই দাঁড়াতে পারেননি বাংলাদেশের বোলারদের সামনে। তাসকিন উদযাপনের উপলক্ষ্য পেয়েছেন আরও তিনবার।

তাসকিনের পাঁচ উইকেটের তালিকায় কাইলে ভেরাইনে, মালান বাদেও আছেন ডোয়াইন প্রিটোরিয়াস, ডেভিড মিলার ও কাগিসো রাবাদা। প্রিটোরিয়াস ২০, মিলার ১৬ ও রাবাদা ৪ রান করেন। তাতে ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকারের মাইলফলক ছুঁলেন তাসকিন। এ নিয়ে ৪৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তার শিকার ৬৭ উইকেট।

বাংলাদেশি পেসারের বোলিং তোপে ১৫৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। জয়ের জন্য তামিম ইকবাল বাহিনীর দরকার ছিল ১৫৫ রান।

news24bd.tv তৌহিদ