ধর্মের সাথে সংস্কৃতির সংঘাত ঠিক নয় : প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ধর্মের সাথে সংস্কৃতির সংঘাত ঠিক নয় : প্রধানমন্ত্রী

জয়দেব দাশ

ধর্মের সাথে সংস্কৃতির সংঘাত না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার আটটি জেলায় শিল্পকলা একাডেমির নব নির্মিত ভবন উদ্বোধন উপলক্ষ্যে গণভবন থেকে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।  

দেশের যে কোন সংকট ও অর্জনের সংগ্রামে শিল্পী সাহিত্যিকদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, পঁচাত্তরের পর নির্বাসনে যাওয়া মুক্তিযুদ্ধের চেতনা একুশ বছর পর তাঁর সরকারই ফিরিয়ে এনেছিলো।

লোকজ সংস্কৃতি বিকাশে সংশ্লিষ্টদের আরো মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বাঙালির মুক্তি সংগ্রামের শুরুই হয়েছিল সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে। ভাষাার দাবিতে প্রাণ দিয়ে। কিন্ত পঁচাত্তর পরবর্তী সরকার ছিলো পাকিস্তানী ধ্যান ধারণার।

শেখ হাসিনা বলেন, নিজস্ব সংস্কৃতি সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। সংরক্ষণ করতে হবে লোকজ ঐতিহ্য। বিনোদন সুবিধা নিশ্চিতে নতুন নতুন চলচ্চিত্র ও সিনেমা হল নির্মাণে সরকার থেকে আর্থিক সহযোগিতার কথাও জানান তিনি।  

প্রধানমন্ত্রী বলেন, ধর্মের সাথে সংস্কৃতির সংঘাত করা ঠিক নয়।  শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি দেশের অগ্রযাত্রা ধরে রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

news24bd.tv/রিমু