‌‘ইরান নিয়ে ভুলের পুনরাবৃত্তি করছে আমেরিকা’

রন পল।

‌‘ইরান নিয়ে ভুলের পুনরাবৃত্তি করছে আমেরিকা’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র একই ভুলের পুনরাবৃত্তি করছে বলে জানিয়েছেন দেশটির সাবেক কংগ্রেসম্যান এবং প্রেসিডেন্ট প্রার্থী রন পল।

তিনি বলেছেন, ১৯৫৩ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থান ও কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খাল্‌ক সংস্থাকে (এমকেও) বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করা ছিল যুক্তরাষ্ট্রের জন্য বড় ভুল।

গতকাল লিবার্টি রিপোর্ট শো নামে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন রন পল।

ইসরাইল-যুক্তরাষ্ট্র-সৌদি ইরানের বিরুদ্ধে কাজ করছে উল্লেখ করে রন পল বলেন, এমকেও ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করছে তার অর্থ হচ্ছে ইসরাইল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সেখানে কাজ করছে।

সন্ত্রাসী এই গোষ্ঠী বিভিন্ন দেশের সরকারের সমর্থন পাচ্ছে।

তিনি জানান, এমকেও সন্ত্রাসীরা প্রায়ই তার ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করে এবং পাঠকদের তারা স্মরণ করিয়ে দেয় যে, ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেইনের বাথপার্টির সঙ্গে তাদের যোগাযোগ ছিল।    

অনুষ্ঠানে দেওয়া বক্তৃতার শেষ পর্যায়ে ১৯৮৮ সালের বিমান ভূপাতিত করার প্রসঙ্গ তুলে রন পল বলেন, ১৯৮৮ সালে পারস্য উপসাগরের ওপর মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইরানের যে বেসামরিক বিমান ভূপাতিত করেছিল ইরানি জনগণ তা কখনো ভুলে যাবে না।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)
 

সম্পর্কিত খবর