‘বিদেশ থেকে জনগণকে উসকানি দেওয়া হচ্ছে’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সালমান সামানি।

‘বিদেশ থেকে জনগণকে উসকানি দেওয়া হচ্ছে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরানের সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে দেশটির মন্ত্রণালয়ের মুখপাত্র সালমান সামানি রোববার বলেন, দেশের বাইরে থেকে জনগণকে রাস্তায় নেমে আসতে উসকানি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে দেশের বাইরে থেকে উসকানিমূলক প্রচার শুরু করা হচ্ছে।

দেশের ভেতরে কেউ কেউ সেসব প্রচারণা শেয়ার করে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সামানি বলেন, যে হারে উসকানি দেওয়া হয়েছে তাতে সারা ইরানের মানুষের বিক্ষোভে ফেটে পড়ার কথা ছিল কিন্তু বাস্তবে মুষ্টিমেয় কিছু বিক্ষিপ্ত মিছিল হয়েছে।

এসব বিক্ষোভকারী বিদেশ থেকে চালানো অপপ্রচারে ধোঁকা খেয়েছে বলে তিনি জানান।

কোনো ষড়যন্ত্র কাজে দেবে না জানিয়ে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যারা জনগণকে উসকানি দিচ্ছে তারা সবাই ধনিক শ্রেণির এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। তারা বরং উদ্ভূত পরিস্থিতিকে ইসলামি সরকার ব্যবস্থার বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তোলার কাজে ব্যবহার করছে। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রেখে জনগণের জীবনমান উন্নয়নের জন্য সরকার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে।

ইরানের ইস্পাহান, শিরাজ, আহওয়াজ ও কারাজ শহরে গত কয়েকদিনে কিছু বিক্ষিপ্ত বিক্ষোভ সংঘটিত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে এসব বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল।

এদিকে ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারি জানিয়েছেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর