খুলনায় পাগলা কুকুরের কামড়ে ১৯ জন আহত

পাগলা কুকুরের কামড়ে ১৯ জন আহত

খুলনায় পাগলা কুকুরের কামড়ে ১৯ জন আহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগরীতে চার ঘন্টায় পাগলা কুকুরের কামড়ে ১৯ জন আহত হয়েছেন। তাদেরকে খুলনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। সোমবার বিকাল ৫টা থেকে রাত ৯টার মধ্যে মহানগরীর নতুন বাজার, রূপসা, কাস্টমঘাট ও সাহেবের কবরখানা এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার (নার্স) পঙ্কজ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হচ্ছেন: মোঃ সাহাবুদ্দিন (৩০), মোঃ খোকন (৪৫), মাহফুজুর রহমান (৩২), সাকিব (২৮), নূর আলম (১৮), আব্দুল বারিক (৬০), মোঃ ইসমাইল (৬০), আলম হোসেন (৫৫), ইউনুস সরদার (৪৫), অলোক কুমার মন্ডল (৪৫), মাহবুবুর রহমান (৪০), খোকন (৫৬), আরিফুল (২২), সৌরভ (১৯), আশিষ সরকার (৫২), মিজান (২৬), জয়ন্ত মল্লিক (২৯), মাহফুজ (২৫) ও শাওন (২৬)। আহতরা জানান, একটি পাগলা কুকুর বিভিন্নস্থানে তাদেরকে কামড়ে আহত করেছেন। অধিকাংশই পায়ে ও আঙ্গুলে জখম হয়েছেন।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ বেনজির আহমেদ আহতদের চিকিৎসা দিয়েছেন।

তাদেরকে মঙ্গলবার সকালে পরবর্তী ডোজের ভ্যাকসিন নিতে আসতে বলা হয়েছে।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর