ভারতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৪

বন্যায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত।

ভারতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৪

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের কেরলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১৪ জনে দাঁড়িয়েছে। বন্যাপরিস্থিতি দেখতে শুক্রবার কেরলে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্র জানায়, ১ জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত কেরলে গড়ে ৩০.‌৭ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। মধ্য কেরলের অধিকাংশ এলাকায় পরিবহণ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত।

বন্যায় দক্ষিণ রেলওয়ে, কোচির মেট্রো পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। রানওয়ে ডুবে যাওয়ায় কোচি বিমানবন্দর বন্ধ থাকবে ২৬ আগস্ট পর্যন্ত।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। দুর্গতদের উদ্ধারে আরও হেলিকপ্টারের ব্যবস্থা করা হচ্ছে।

বিপর্যয় মোকাবিলা দপ্তর ও উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে উদ্ধারকার্যে নেমেছে ভারতীয় নৌ বাহিনী। বন্যাদুর্গতদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যের ১৪টি জেলাতেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই প্রথম কেরলের ৩৯টি বাঁধের মধ্যে ৩৫টি বাঁধ ছেড়ে দেওয়া হয়েছে। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)