তফসিল ঘোষণার পর সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত

বগুড়ায় মত বিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা

তফসিল ঘোষণার পর সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত

জে এম রউফ▐ বগুড়া প্রতিনিধি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, ডিসেম্বরের মধ্যে একাদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তফসিল ঘোষণার পর সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।  

আজ (২৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) বিকেলে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

সিইসি বলেন, ‘আমরা আশা করছি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং সব দলই নির্বাচনে অংশ নেবে।

 

নুরুল হুদা বলেন, ‘ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণের ক্ষেত্রে আইন পরিবর্তন করতে হবে। এ কারণে সীমিত আকারে ইভিএম ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। জনগণকে আগেই ইভিএম-এর বিষয়ে ধারণা দিতে তা প্রদর্শন ও কার্যকারিতার প্রশিক্ষণও দেবে নির্বাচন কমিশন। ’

এর আগে সকাল সাড়ে ১০টায় বগুড়া জেলা নির্বাচন কার্যালয়ে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সিইসি।




রউফ▐ অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর