‘হাসিনা থাকলে উন্নয়ন, খালেদা থাকলে সস্ত্রাস’

নৌপ‌রিবহন মন্ত্রী শাজাহান খান।

‘হাসিনা থাকলে উন্নয়ন, খালেদা থাকলে সস্ত্রাস’

মাদারীপুর প্রতিনিধি

বাংলা‌র মা‌টি থে‌কে সম্পূর্ণভা‌বে জঙ্গিবাদ নির্মূল করা হ‌বে ব‌লে জানিয়েছেন নৌপ‌রিবহন মন্ত্রী শাজাহান খান।

বুধবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপ‌জেলার ধুরাইল ইউ‌নিয়‌নের জালালপুর আই‌ডিয়াল উচ্চ বিদ্যালয় মা‌ঠে এক জনসভায় প্রধান অ‌তি‌থির বক্তব্যে মন্ত্রী একথা ব‌লেন।

নৌমন্ত্রী আ‌রো ব‌লেন, শেখ হা‌সিনা ক্ষমতায় থাক‌লে দে‌শের উন্নয়ন হয়। কিন্তু খা‌লেদা জিয়া ক্ষমতায় থাক‌লে দে‌শে সস্ত্রাসী ও জ‌ঙ্গিরা মাথা চারা দি‌য়ে ও‌ঠে।

তাই দে‌শের উন্নয়ন‌কে আ‌রো এ‌গি‌য়ে নি‌তে আগামী সংসদ নির্বাচ‌নে নৌকা মার্কায় ভোট দে‌বেন।

ধুরাইল ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মাহবুব হো‌সেন হাওলাদা‌রের সভাপ‌তি‌ত্বে এতে আরও বক্তব্য দেন- সদর উপ‌জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি সৈয়দ শাখাওয়াত হো‌সেন সেলিম, ‌জেলা প‌রিষ‌দের সদস্য ফারুক খান ও ধুরাইল ইউ‌পি চেয়ারম্যান ম‌জিবর মৃধাসহ অন্যরা।

(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)

সম্পর্কিত খবর