ফিলিস্তিনিদের পাশে হিজবুল্লাহ-আনসারুল্লাহ

ফিলিস্তিনে ইসরাইলি হামলা

ফিলিস্তিনিদের পাশে হিজবুল্লাহ-আনসারুল্লাহ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইসরাইলি আগ্রাসনের মোকাবেলায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ঐক্যমত পোষণ করেছে ইরাকের হিজবুল্লাহ ও ইয়েমেনের আনসারুল্লাহ।  
ইসরাইলের মোকাবেলায় সংগঠন দুটি বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে।  

ইরাকের হিজবুল্লাহর মুখপাত্র জাফার আল হোসেইনি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।

বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীরা ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরাইলি আগ্রাসনের যে জবাব দিচ্ছে তা সব মুসলমানের জন্য গর্বের বিষয়।

ফিলিস্তিনিরা যে আগ্রাসীদের জবাব দেওয়ার সক্ষমতা রাখে তা এরই মধ্যে প্রমাণিত হয়েছে।  

এদিকে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ'র রাজনৈতিক দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল  সব ধরণের মানবিকতা ও আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে। গাজায় ইসরাইলি হামলাকে তিনি ইয়েমেনে চলমান সৌদি আগ্রাসনের সঙ্গে তুলনা করেন।

ইসরাইলের সর্বত্তক হামলার নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের গণভাবে হত্যার লক্ষ্যেই এ হামলা চালানো হচ্ছে। দখলদাররা এর মাধ্যমে ফিলিস্তিনি পরিচিতি এবং মূল্যবোধ ধ্বংস করতে চায়।

উভয় সংগঠনই ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে।  

ইসরাইল গাজায় নতুনকরে হামলা শুরু করেছে। ইসরাইলি হামলায় এ পর্যন্ত অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত এবং বহু আহত হয়েছেন।

এ হামলার জবাবে ইসরাইলে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর